ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, ব্যাংকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সহ ২০ জনের বিরুদ্ধে মামলা। গত মঙ্গলবার কলাপাড়া আদালতে ভুক্তভোগী মো.জুয়েল মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এতে সাবেক মন্ত্রী মো.মহিববুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো.নুরুদ্দিন, মো.মোস্তাক হাং, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মো.লিটন সাউগার, মো.কামাল তালুকদার, বাদল মিয়া, মো.জাকির মৃধা সহ বিশজনকে আসামী করা হয়। মামলা নং ১৫৫৭/২০২৪।
মামলা সূত্রে জানা যায়, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহনকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাদা দাবি করে অধিগ্রহনকৃত টাকা উত্তোলন করিয়া দেয়ার প্রস্তাব দেয়। এতে বাদী ও স্বাক্ষীরা রাজি না হলে তাদের খুন জখমের ভয়ভীতি দেখায় এবং বাদীকে আটক করে তাহার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। পরবর্তীতে তাদের ঘরের বরাদ্ধকৃত ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরে চান্দুপাড়া মৌজার ৪২৭/৪২৮ খতিয়ানে বাদীর ১২ একর ভূমির অধিগ্রহনের ৬ কোটি টাকা আসামীরা সকলে মিলে এল এ অফিস হইতে উত্তোলন করে আত্মসাৎ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.