ডেক্স নিউজ: আসছে আগামী ৫ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ শনিবার নরসিংদীর রায়পুরা থানাধীন আমিরগন্জ
ইউনিয়নস্হ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসনাবাদ বহুমুখী
উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র- ছাত্রীদের পূষর্মিলনী ও অভ্যর্থনার আয়োজন করা হযেছে।
অর্ধ শত বছরের এই প্রাচীন বিদ্যাপীঠে যে সকল ছাত্র- ছাত্রী লিখা পড়া করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত
হয়েছেন কিংবা দেশ বিদেশে শিক্ষার আলোক বর্তিকা
ছড়িয়েছেন কিংবা যারা ব্যবসা বাণিজ্য করে সমাজে
প্রতিষ্ঠিত হয়ে সমাজে শিক্ষা বিস্তার ও আর্ত মানবতার সেবায় নিজেদের সম্পৃক্ত রেখেছেন সেই সকল ব্যক্তি
এবং মেধাবী ছাত্র ছাত্রীদের পুণর্মিলনী অনুষ্ঠানে সম্বর্ধনা
দেয়া হবে। যাদের আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্ঠায়
এই বিদ্যালয়টির ভিত্তি প্রস্হর স্হাপিত হয়েছিল এবং
যাদের সুষ্ঠু পরিচালনায় টিনের চালা থেকে দ্বিতল
ইমারতে বিদ্যালযটির শোভা বর্ধন করছে সেই সকল
বরেণ্য শিক্ষানুরাগী এবং বিদ্যালযের জমিদাতাদের
স্মরণীয় বরণীয় করতেই এই আয়োজনের প্রস্ততি
বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.