চরফ্যাশন থেকে ইয়ামিন হোসেন।
চরফ্যাশন বেতুয়া ঘাট সংলগ্ন নদীতে এই মেয়েটি তার কোলের এই বাচ্চাটিকে নিয়ে বেতুয়া নদীতে ঝাপ দেয় আত্মহত্যার উদ্দেশ্য, তৎক্ষনাৎ এই মেয়েটিকে উদ্ধার করা গেলেও,বাচ্চাটিকে প্রথমে পাওয়া যায়নি,কিছুক্ষণ পর বাচ্চাটিকে স্থানীয় লোকজন উদ্বার করলে,সেখানে ঘুরতে যাওয়া চরফ্যাশন সরকারি কলেজের মানবিক ছাত্র প্রিয় ছোটভাই MD Sheikh Masum দ্রুত চরফ্যাশন সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন,কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষনা করেন,ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।এই মেয়েটি ও বাচ্চাটি এখন চরফ্যাশন সরকারি হাসপাতালে রয়েছে।শেয়ার করে তাদের পরিবারের কাছে পৌছে দিন
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.