শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

একজন আবুল হাসেম বয়াতীর গান ও জীবনের গল্প

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

কেন্দুয়া থেকে কোহিনূর আলমঃ

আবুল হাসেম বয়াতী একজন স্বশিক্ষিত লোক । শৈশবে তিনি বিভিন্ন গানের আসরে আসরে ঘুরে বেড়াতেন । গান তাকে বিমোহিত করতো । প্রাতিষ্ঠানিক পড়াশোনা তাঁর নেই বললেই চলে । যতোদিন বাঁচবেন, গানকে ভালোবেসেই বাঁচতে চান তিনি । যদিও দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন এই বয়াতী । তবে তাঁর সাথে কথা হলে, শারীরিক অসুস্থতার চেয়ে মনের বা আত্মার অসুস্থতাকে ভয় পান তিনি । তাঁর মতে, মানুষ বাঁচে তাঁর শরীরে নয়, মনে । তাই মনের যত্ন নেয়া জরুরি । বিষাদসিন্ধু তাঁর ঠোটস্থ ও আত্মস্থ । তাঁর জীবনে সবচেয়ে বেশি পঠিত বই এটি । এছাড়াও পড়েছেন তিনি নানা দর্শন ও রূপ-রসে ভরপুর বিভিন্ন বই ।

আবুল হাসেম বয়াতীর জন্ম তৎকালীন ময়মনসিংহ জেলা বর্তমান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে ১৯৫৬ সালের ১৫ জানুয়ারী । তাঁর বাবার নাম মরহুম সাহাব উদ্দিন মৌলভী, মায়ের নাম মোছাঃ জোবেদা খাতুন ।

নিজ এলাকায় হাসেম বয়াতী নামেই সমধিক পরিচিত । সহজ সরল জীবন যাপন করতেই পছন্দ করেন তিনি । তবে বেশভূষায় রয়েছে ভিন্ন মাত্রা । সাদা ধুতি বা লুঙ্গি, পড়নে লাল সবুজের ফতোয়া/ পাঞ্জাবি , গলায় গামছা -তার সবচেয়ে ব্যবহৃত পোশাক ।

উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আব্দুল ওয়াহাব তাঁর প্রথম ওস্তাদ, এরপর তিনি ময়মনসিংহের গফরগাঁও এর দেওয়ান আব্দুল খালেকের শিষ্যত্ব গ্রহণ করেন ।

দেশের বিভিন্ন প্রান্ত যেমন- কেন্দুয়া, ময়মনসিংহের হালুয়াঘাট, জামালপুর, চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের একাধিক এলাকায় কবিগান, জারি গান, বাউল গান ও দেশাত্মবোধক অসংখ্য গান পরিবেশন করেছেন । তবে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের ট্র্যাজেডীকে কেন্দ্র করে প্রথম গান রচনা করেন তিনি । বর্তমানে তাঁর রচিত প্রায় ৫হাজার গান সংরক্ষণে রয়েছে । এরমধ্যে প্রেমতত্ত্ব, দেহতত্ত্ব, গুঢ়তত্ত্ব, নিগূঢ়তত্ত্বসহ বিভিন্ন স্তরের গান পরিবেশন ও রচনা করেছেন বলে তিনি জানান ।

১৯৯৬ সালে প্রথম বিটিভির তালিকাভুক্ত শিল্পী হোন এই বয়াতী । মোঃ নূরুল ইসলামের সম্পাদনায় নেত্রকোণার বাউলা গান ও লোকগানে বঙ্গবন্ধু বইয়ে তাঁর লেখা গান জায়গা পেয়েছে । বাংলা একাডেমি থেকে লোকসাহিত্য বিষয়ক প্রকাশিত বইয়েও তাঁর লেখা গান রয়েছে-এমন দাবি তাঁর । তাছাড়া বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক হিসেবেও নিয়োজিত রয়েছেন আবুল হাসেম বয়াতী ।

বর্তমানে তিনি কোন গানের বায়না পান না- সেই আক্ষেপ ও আবেগাপ্লুত হয়ে গেয়ে শুনান তাঁর রচিত সর্বশেষ গান- আমার হিসাব মিলে না মিলে না, আমার জীবন খাতায় হিসাব মিলে না–।

#কোহিনূর আলম,
০১৭১৮০৯০১১৭,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category