মুজাহিদ হাসান, শিবগঞ্জ, বগুড়া, প্রতিনিধি।
ব্যাপক উৎসাহ—উদ্দীপনায় সম্পন্ন হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ মাদরাসা বেতগাড়ী শাখা’র শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের সবক প্রদান উপলক্ষে শিশু—কিশোর মাহফিল ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (বৃহ.বার) সকাল ৯ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুফতি মুহাম্মাদ উমর ফারুক। তিনি শিক্ষার্থীদেরক পবিত্র কুরআনুল কারিমের প্রথম সবক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুরআনুল কারীম আল্লাহ তা’আলার কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। হিফজখানাসমূহে অবিরাম তিলাওয়াতে কুরআনের ফলশ্রম্নতিতেই এখনো সমাজে রহমত, বরকত জারি রয়েছে। তাই হিফজুল কুরআনের এ প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য আল্লাহর তা’আলার বড়ই নিয়ামত। এ নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে হবে। তিনি আরও বলেন, হাফেজ সাহেবানরা আল্লাহপাকের বিশেষ রহমত এবং বিরল প্রতিভার অধিকারী। তাই তাঁরা আল্লাহপাকের ৩০ পারা কুরআনের আমানত বক্ষে ধারণ করার তাওফিক লাভ করেন আর সামাজিক অবক্ষয় ও অনৈতিকতার থাবা থেকে বেঁচে থাকতে পারেন তাই সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক বিষয়গুলো শিক্ষা দিয়ে কুরআন—সুন্নাহর এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া আমাদের ঈমানী কর্তব্য।
সম্মানিত দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি ও অভিভাবকবৃন্দ কোমলমতি ছাত্র—ছাত্রীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, জরুরী দু’আ—মাসায়েল ও ইংরেজি কথোপকথন শুনে এবং লেখা—পড়ার মানসহ সার্বিক ব্যবস্থাপনা দেখে অভিভূত হন।
উল্লেখ্য, এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ১০বছর পূর্ণ করে ১১তম বর্ষে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ। এসময়কালে প্রতিষ্ঠানটি বৃহত্তর এলাকার কোমলমতি শিশুদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মধ্যদিয়ে আলোকিত শিক্ষাঙ্গন হিসেবে কৃৃতিত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আটমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মীর মাকু, মীর সাগর, বিশিষ্ট সমাজ সেবক ও সুনামধন্য ব্যবসায়ী মো. সুমন শেখ, আব্দুল হান্নান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেতগাড়ী শাখা প্রধান মাও. আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী প্রধান শিক্ষক মাও. ওবায়দুর রহমান, মাদরাসার শিক্ষাসচিব মুফতি আতিকুর রহমান, আব্দুল মতিন, সাবিনা ইয়াসমীন, জয়নাব খাতুন, সুলতানা সাদিয়াসহ বালক—বালিকা শাখার সকল শিক্ষক—শিক্ষিকা ছাত্র—ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মুসলিম উম্মাহ, দেশ—জাতি ও প্রতিষ্ঠানের উন্নতি—সমৃদ্ধির জন্য আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.