উমর ফারুক, বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন ইসলাহুল উম্মাহ মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মালিহা হাসান নাবা, পিতা, মো. মেহেদী হাসান, গ্রাম: পশ্চিম জাহাঙ্গীরাবাদ, থানা: শিবগঞ্জ, জেলা: বগুড়া। সে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহিন স্কুলের বগুড়া শাখায় চতুর্থ শ্রেণির ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। তার এমন সাফল্যে মাদরাসার পরিচালক, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক—শিক্ষিকা ও শিক্ষার্থী অত্যান্ত আন্দিত ও গর্বিত। এ বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি উমর ফারুক বলেন মালিহা হাসান নাবার এমন সাফল্যে আমরা প্রথমেই আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং তার পিতা—মাতার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ তারা তাদের সন্তানের মানসম্মত শিক্ষা—দীক্ষার জন্য ইসলাহুল উম্মাহ কে নির্বাচন করেছেন। আমি তার সকল শিক্ষক—শিক্ষিকাদেরকেও আন্তরিক মোবারক বাদ জানাই যারা ইসলাহুল উম্মাহর প্রত্যেক শিক্ষার্থীকে নিজ সন্তানের মতো করে আদর—সোহাগ ভালোবাসা দিয়ে তিলে তিলে সফল মানুষ হিসেবে গড়ে তুলছেন। নাবা’র এমন সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি বলেন— প্রথমে এটা আল্লাহ তায়ার রহমত আর দ্বিতীয় হলো সে অত্যান্ত ন¤্র—ভদ্র হওয়ার কারণে উস্তাদদের কথা মান্য করার মানসিকতা যে কারণে সকল উস্তাদ তাকে ভালোবাসতো ও তার জন্য দোয়া করতো পাশাপাশি তার মা—বাবাও সন্তানের প্রতিটি পদক্ষেপে শিক্ষকদের পরামর্শ নিতো। আমার কাছে এটাই তার সফলতার রহস্য মনে হয়। তিনি বলেন আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎসহ দুনিয়া—আখেরাতের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। উল্লেখ্য ইতিপূর্বেও ইসলাহুল উম্মাহর অনেক শিক্ষার্থী দেশের সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হয়ে কৃতিত্ব ও মেধার স্বাক্ষর রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.