👤কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
"রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন" শ্লোগানে ভারতে রাসূল (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৭ অক্টোবর) দুপুরে ধর্মপ্রাণ মুসলিম ছাত্র ও জনসাধারণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদেই এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয় ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ধর্ম যার যার উৎসবও তার দুর্গা পূজাকে সার্বজনীন বলা যাবে না,
বিধায়ক রানের সর্বোচ্চ শাস্তি চাই -এমন বিভিন্ন শ্লোগানে
ইসলাম ধর্ম এবং রাসুল্লাহ সাঃ এঁর অবমাননার প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে চারপাশ ।
মিছিল শেষে বক্তারা বলেন, আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয় । উনার পবিত্র শানে বিন্দু থেকে বিন্দুতম বেয়াদবী আমরা মেনে নেব না। পৃথিবীর যে প্রান্তেই সে কটূক্তিকারী থাকুক, তার একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড । সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আমরা চাই অবিলম্বে সেই সেই কুলাঙ্গারকে গ্রেফতার করে তার শরঈ শাস্তি জারি করা হোক ।
উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহে এক ধর্মীয় সভায় ইসলাম ধর্ম এবং রাসুল্লাহ সাঃ এঁর সম্পর্কে বিতর্কিত পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক অবমাননাকর মন্তব্য করে বলে জানা যায় বিভিন্ন
সূত্রে ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.