জনি হামিদ( গৌরিপুরপ্রতিনিধি)
ময়মনসিংহের গৌরীপুরের উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের যুবক ইয়াসিন শেখের স্বপ্ন ছিল সৈনিক হওয়া।
সেনাবাহিনীতে যোগ দিতে না পারলেও রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দিয়ে স্বপ্ন পূরণ হলেও ইউক্রেন যুদ্ধে
মিসাইল হামলায় থেমে যায় তার স্বপ্ন।
গত ২৭ মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় ইয়াসিনসহ তার চার সহযোদ্ধার দেহ। ইয়াসিন নিহত হলেও পরিবার জানতে পারে ঈদের পরদিন। নিহত হওয়ার তথ্য জানায় রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদী। ইয়াসিনের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর পরিবারে চলছে শোকের মাতম।
বাবা মৃত আব্দুস সাত্তার শেখ ও মা ফিরোজা বেগমের ছোট সন্তান ইয়াসিন। চার ভাইবোনের মধ্যে দু’জন আগেই মারা গেছেন। মা আর বড় ভাইকে নিয়ে ছিলো তার সংসার। ইয়াসিন রাজধানী ঢাকার পল্লবী সরকারি বঙ্গবন্ধু কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিগ্রীর শিক্ষার্থী ছিলেন। বড় ভাই ব্যবসায়ী রুহুল আমিন শেখ তার পড়াশোনা ও বিদেশযাত্রার খরচ ধারদেনা করে বহন করেন।
ইয়াসিন এক ভিডিওবার্তায় জানান, দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে বাবার স্বপ্নপূরণ হয়েছে। এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করার মাস না পেরুতেই যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয় ইয়াসিন।
ইয়াসিনের চাচাতো ভাই রফিকুল ইসলাম রবি জানান, রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শেখে ইয়াসিন। পরে বন্ধুর সহায়তার ইয়াসিন রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরি পায়।
গত ২৬ মার্চ তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে ইয়াসিন। কয়েকদিনের মধ্যেই দশ লাখ টাকা পাঠাবে বলে মাকে জানিয়েছিলো সে।’
নিহত ইয়াসিনের মরদেহের কী অবস্থা, মরদেহ দেশে আনা যাবে কী না তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার। ছেলের ছবি নিয়ে মায়ের কান্না থামছেই না। শোকে হতবিহবল পরিবারের সদস্যরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের ভাই মোঃ রুহুল আমিন শেখ জানান, ধারদেনা করে প্রায় ১৪ লাখ টাকা খরচ করে একটি কোম্পানির মাধ্যমে রাশিয়ায় পাঠাই। বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার ভাইয়ের মরদেহটা যেন আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা ঋণের দায়মুক্তির জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই।
নিহতের মা ফিরোজা বেগম ছেলের মৃত্যুর সংবাদে বারবার মুর্ছা যাচ্ছেন। তিনি ছেলের ছবি বুকে নিয়ে বলেন, আমার ছেলে যদি জীবিত থাকে তাহলে আইনা দেন। আর যদি আমার ছেলে শহীদ হয়ে থাকে আপনার লাশটা আইনা দেন। এইটাই সরকারের কাছে দাবি।
এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা মরিচালি গ্রামে ইয়াসিনের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন।
এ সময় তিনি বলেন, ইয়াসিন রাশিয়ায় মৃত্যুবরণ করেছেন এরকম একটি খবরের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে পরিদর্শন করি এবং নিহতের মা-ভাইদের সাথে কথা বলে সার্বিকভাবে আশ্বাস দিয়েছি প্রশাসনিকভাবে সহযোগিতা করবো। উনারা ইয়াসিনের মৃত্যুর খবরটি সঠিক কি না সেটা যাচাই করতে চায়। আমাদের কাছে একটি আবেদন দিয়েছেন সেইটা বিধিভাবে যেভাবে ব্যবস্থা নেয়া হবে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে সকল প্রকার আইনি ব্যবস্থা নেয়া হবে।
জনি হামিদ
০১৭১২০৭৪৫৫৮
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.