সৈয়দ সুমন (স্টাফ রিপোর্টার)
গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার (২৭)। তবুও শেষ রক্ষা হলো না। আজ রোববার রাত আটটার দিকে ফুলবাড়ীর কবিরমামুদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দোলনা আক্তার উপজেলার কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আজ গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।