মোস্তফা কামাল, উপজেলা প্রতিনিধ (শ্রীপুর), গাজীপুর
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পিতা-মাতা দিবস ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ উৎসব ২০২৪। ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাপাসে সকাল ১০ ঘটিকায় এই উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ উৎসব উদযাপন
করা হয়। শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহেরার চালা গ্রামে অবস্থিত আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটি অল্প সময়েই শিক্ষার মানোনোন্নয়ন, শিক্ষার পরিবেশ ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পরিবেশে শিক্ষা সেবা দিয়ে ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষানুরোগী ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাগণ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ , সাংবাদিকবৃন্দ । ফল প্রকাশের পাশাপাশি এই দিন বার্ষিক পিতা-মাতা দিবসও উদযাপন করা হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রীর বাবা ও মা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ফল প্রকাশের পূর্বে বিশেষ অতিথিবৃন্দ অনেক সুন্দর জ্ঞানগর্ভ ও উপদেশ মূলক আলোচনা করেন। কিভাবে একজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে সে সম্পর্কে অনেক উপদেশমূলক বক্তব্য প্রদান করেন । পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক/ অভিভাবিকাগণ তাদের অভিজ্ঞতা, পরামর্শ এবং করণীয় সম্পর্কে কথা বলেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একসাথে কিভাবে একজন শিক্ষার্থীর পড়ালেখার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে আলোকপাত করা হয়। ফল প্রকাশের পর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও সকল শ্রেণী থেকেই, যে সকল শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে সারা বছর শতভাগ উপস্থিত থেকে ক্লাস করেছে তাদেরকেও বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সর্বোচ্চ মেধা তালিকায়ে থাকা শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয় । পুরস্কার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তুলে দেয়া হয় ক্রেস্ট এবং মহামূল্যবান বই। প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বি.এ বলেন আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং তার সুশিক্ষা নিশ্চিত করা। তিনি আরো বলেন আমাদের প্রতিষ্ঠানের মূল কথা হচ্ছে “এসো সুশিক্ষায় নিজেকে গড়ি। ” একজন শিক্ষার্থীর লেখাপড়া পাশাপাশি তার মানবীয় গুণাবলী, আরবি ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া আমাদের প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কাজের অংশ হিসেবে নিয়েছি। এছাড়াও পাঠদানের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব ধরনের কু-কারিকুলাম অ্যাক্টিভিটিস এ অংশগ্রহণ করে। তিনি বলেন আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করা। সকালের সহযোগিতা পেলে আমাদের প্রতিষ্ঠানটি উত্তরোত্তর আরো ভালো ফলাফল করবে এবং সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে শিক্ষার মান আরো উন্নত এবং মানসম্মত আধুনিক শিক্ষা সেবা দিয়ে যাবে ইনশাল্লাহ।