Logo
প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি _________________ মো: আজিজুল হক যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাত ১২.০১ মিনিটে জেলা স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে জেলা পুলিশ সুপার, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নরসিংদী জেলার সর্বস্তরের জনসাধারণ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।