👤আবদুল মমিন মধুপুর,প্রতিনিধি
আজ জাতীয় স্যানিটেশন এবং বিশ্ব হাত ধোয়া দিবস ।এ উপলেক্ষে মধুপুর পোরসভা কর্তৃক এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রশাসন হতে শুরু করে শহীদ স্মৃতি স্কুল ও কলেজ মোড় প্রদক্ষিন করে আবারও উপজেলা প্রশাসনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সকলেই হাত ধোয়া কর্মসুচিতে অংশগ্রহন করেন। সবশেষে উপজেলা নির্বাহী মহোদয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্যানিটেশন এবং হাত ধোয়া নিয়ে ইউ এন ও মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানা, পৌর সভার কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। আজকের সভার প্রদিপ্রাদ্য বিষয় ছিল “ স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ”। বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় শত ভাগ স্যানিটেশন এবং হাতধোয়া নিশ্চিত করনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.