নরসিংদী থেকে ফিরে,মাহবুবুর রহমান খান।
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায় উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় সর্বমোট ২৮ জনকে গ্রেফতার এবং ৮১০ (আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক ১৮/০২/২০২৫ তারিখ ১৮:৩০ ঘটিকায় বাসাইল সাকিনস্থ চক্ষু হাসপাতাল এলাকা হতে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ কাউসার (৩৭), পিতা- মৃত ইব্রাহিম খলিল, সাং- বালুয়াকান্দি ও ২। মোঃ এমরান (২৮), পিতা- মমতাজ মিয়া, সাং- বালুয়াকান্দি (কান্দাপাড়া) উভয় থানা- রায়পুরা, জেলা- নরসিংদী। নরসিংদী মডেল থানা পুলিশের অপর একটি টিম ১৭/০২/২০২৫খ্রি. তারিখ রাত ২৩:২০ ঘটিকায় সালিধা সাকিনস্থ পৌর কবরস্থান এলাকা হতে ০৫ (পাচ) কেজি গাজা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ১. মোসাঃ আকলিমা বেগম @ আখিঁ (৩২) ও ২. মোসাঃ সাদিয়া আক্তার (২২) উভয় ঠিকানা সাং- বীরগাঁও, থানা- মনোহরদী, জেলা -নরসিংদী। পলাশ থানা পুলিশ কর্তৃক ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাজা উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেন।মাদক দ্রব্য উদ্ধার, দাগী আসামী গ্রেফতার সহ অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ সুপার আবদুল হান্নান এর প্রশাসনিক নজরদারির কারনেই এই সফলতা
অর্জিত হচ্ছে বলে জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা গোয়েন্দা পুলিশের কতিপয় উপপরিদর্শক এই প্রতিনিধিকে জানান,এসপি
স্যার যেমন ধার্মিক প্রশাসনিক ভাবে তেমন কঠোর।
অপরাধী গ্রেফতারে তিনি আপোষহীন।
প্রতিবেদক,সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ ও জনতার দেশ মাল্টিমিডিয়া টিভি।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.