এম.আর.খান
কেন্দুয়া জয়হরি – স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের
মেধাবী ছাত্র,আমাদের সতীর্থ নেত্রকোণার কৃতিসন্তান তথা বৃহত্তর ময়মনসিংহের গর্ব ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে আইন বিভাগ প্রথম শ্রেণীতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন
করার পর তিনি ১৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে
এ.এস.পি পদে যোগ দেন। স্বীয় সাফল্য এবং প্রশাসনিক কর্মদক্ষতার গুণে আজ তিনি পদোন্নতি পেয়ে উপ- মহাপরিদর্শক পুলিশ ( ডি,আই,জি) পদে অভিষিক্ত।
এর আগে তিনি বিভিন্ন জেলায় সুনামেন সহিত পুলিশ সুপার (SP)এর দায়িত্ব পালন শেষে পরবর্তীতে এডিশনাল
ডিআইজি পদে পদায়িত হয়ে সারদা পুলিশ ট্রেনিং একাডেমি রাজশাহীতে দায়িত্ব পালন করেছেন।
সবচেয়ে আনন্দ এবং খুশির সংবাদ হচ্ছে, তাঁর এই সাফল্যের ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর ২০২৪ খ্রি.সরদার তমিজ উদ্দিন আহমেদ( বি,পি,এম) যাহার বিপি নং- ৬৬৯১০২২০৯৩১
অতি: আইজিপি পুলিশ ( ভারপ্রাপ্ত) এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশ পুলিশ এর এক প্রজ্ঞাপন পত্রে জানা গেছে( যার স্মারক নং- ৪৪.০১.০০০০.৯৮৫.০৫০০৪.২৪.৫৭) ড. আক্কাছ উদ্দিন
ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়াকে ডি.আই.জি ট্রেনিং এন্ড রিচার্স Anti Terrorism unit এ পদায়ন করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস ড. আক্কাছ তার মেধা, প্রজ্ঞা এবং বিচক্ষণতা দিয়ে তার
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে পুলিশ বাহিনীর
সুনাম অক্ষুণ্ণ রাখবে। তার দেশ প্রেম,মানবিক নৈতিকতা
দিয়ে তিনি আগামী দিনে সকল ভুল ভ্রান্তি দূর করে
পুলিশ এবং জনগণের মাঝে একটি জনবান্ধব পরিবেশ তৈরি করে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করবে
এমনটিই প্রত্যাশা আমাদের।একজন প্রকৃত আইনজ্ঞ
ব্যক্তির দ্বারাই আইনের সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। ড.
আক্কাছ উদ্দিন এর কর্মময় জিবনের সফলতা কামনা করছি।
স্নেহধন্যে-
মাহবুবুর রহমান খান ( খোকন)
সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ মাল্টিমিডিয়া টিভি।
অপারগতায় :০১৭৬৭৩৮৭৬৩৮