ডেক্স রিপোর্ট ( দৈনিক জনতার দেশ): গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা শহরের বিভিন্ন থানায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা চলাকালে ৫ জন এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় আরও ৩৩ জন সহ সর্বমোট ৩৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং মাদকের উদ্ধার অভিযানে ৩ কেজি গাজা ও ৮০ পিস্ ইয়াবা উদ্ধার করেছেন থানা-পুলিশ পুলিশ।
নরসিংদী মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে পৌর: কবরস্থান সংলগ্ন থেকে ৩ কেজি গাজাসহ পাঁচদোনা গ্রামের মাদক সম্রাজ্ঞী সাদিয়া আক্তার, ওরফে জুই, থানা- মাধবদী,জেলা-নরসিংদীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ এছাড়াও নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক সাটির পাড়ার রজনীগন্ধা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে রায়পুরা থানাধীন চরসুবুদ্ধি এলাকা থেকে ৩০-পিস ইয়াবা একজন কে গ্রেফতার করা হয়েছে ১। জুয়েল আহমেদ (৪২), সাহেপ্রতাব এলাকার মৃত কবির আহমেদের ছেলে , ২। কামার পাড়া, এলাকার মো.ইয়াকুবের ছেলে মো.খোকন মিয়া(৩২), সাং-ব্রাহ্মণপাড়া, এ/পি সাটির পাড়া, উভয় থানা জেলা নরসিংদী ৩। মকবুল হোসেন @ মুকবুল @ মগুল (৪৭), পিতা-আঃ মান্নান ,সাং-চরসুবুদ্ধি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।