অনুষ্ঠিত হলো শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব কমিটির অভিষেক অনুষ্ঠান
মোঃ মোস্তফা কামাল , উপজেলা প্রতিনিধি (শ্রীপুর), গাজীপুর)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব কমিটির অভিষেক অনুষ্ঠান। ২১ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার দিনব্যাপী জমকালো ও জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে উক্ত সংগঠনটি। অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আবুল প্রধান প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠে । অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃআবুল হোসেন প্রধান- সভাপতি, শ্রীপুর উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশন এবং প্রতিষ্ঠাতা- আবুল প্রধান প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র কেন্দ্রীয় সহ -স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে বিশেষজ্ঞানগর্ভ ও উপদেশ
মূলক বক্তব্য রাখেন সাবেক উপ সচিব জনাব মাহমুদুল হাসান মুকুল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মিস্টার আনোয়ার হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত শিক্ষা অফিসার জনাব সিকদার হারুন অর রশিদ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাপিলা পাড়া শামীম মাস্টার মডেল একাডেমির পরিচালক জনাব মোঃ শামীম আহমেদ এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ এস এম ফরহাদ মিয়া। এসোসিয়েশনের বর্তমান সদস্য সংখ্যা ১৩১টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্যে উঠে আসে সরকারের পাশাপাশি উপজেলায় মানসম্মত শিক্ষা বিস্তারে এসব বেসরকারি প্রতিষ্ঠানের অবদান অন্যতম। অনুষ্ঠানে উপজেলার ১৩১ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় সেশানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এসোসিয়েশনের সভাপতি জনাব আবুল হোসেন প্রধান বলেন শ্রীপুর উপজেলার প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা সেবায় সকলের সহযোগিতা পেলে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।