________________________
মোঃ আজিজুল হক
স্টাফ রিপোর্টার দৈনিক জনতার দেশ।
_________________________
৫০৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত নরসিংদীর সর্ববৃহৎ সামাজিক প্লাটফর্ম, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম কর্তৃক পরিচালিত দারিদ্র্যের হোটেল কর্তৃক আয়োজিত মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (ভা.) ডা:আশরাফুল ইসলাম খানের সৃজনশীল পরামর্শক্রমে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, ডায়রিয়া শিশু ওয়ার্ড সহ হাসপাতালে বেডে থাকা রোগী, সেইসাথে আগত শতাধিক রোগী ও স্বজনদের মাঝে মানসম্মত ইফতারের প্যাকেট ও নিরাপদ খাবার পানি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দারিদ্র্যের হোটেল এর এডমিন আসাদুজ্জামান নূর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিনিধি হানিফ মাহমুদ, মানবিকতায় নরসিংদী সংগঠনের সভাপতি আজিজুল হক, বিনিদ্র সংগঠনের চীফ এডমিন সাদমান হাসান সুমন, বিনিদ্র সংগঠনের অন্যতম এডমিন তামিম, হেল্প ফর হিউম্যানিটি বাংলাদেশ এর সভাপতি মাজহারুল ইসলাম, দারিদ্র্যের হোটেল এর কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান, গরিবে নেওয়াজ ফাউন্ডেশনের এডমিন ও মানবিকতায় নরসিংদীর সদস্য সাদমান মেহেদী রিফাত, স্বপ্নছায়া সংগঠনের কার্যনির্বাহী সদস্য সিলিপ দাস প্রমুখ। উক্ত ইফতার বিতরণে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা দৈনিক জনতার দেশ কে বলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনির এর পরামর্শ ও দিক নির্দেশনা নিয়েই নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকেন। জনতার দেশ কে আরও জানান দারিদ্র্যের হোটেল এর মানবিক এমন কাজে বেশ কয়েকজন পরিচালক ও দাতা সদস্য রয়েছেন উল্লেখযোগ্য রাসেল বিন হাসানাত, সোহেল আহমেদ অপু, আজহার শামীম, হারুন চৌধুরী, আল মাহমুদ সোহেল, প্রনয় সাহা প্রমুখ। স্বেচ্ছাসেবীরা রমজানে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী গরিব অসহায়দের পাশে সকল কে এগিয়ে আসতে অনুরোধ করেন।