ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি দাখিল ও ভকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৬ টি কেন্দ্রে এসসসি, ২ টি কেন্দ্রে দাখিল ও ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় সর্বমোট ২ হাজার ৮ শ‘ ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পান্নের লক্ষে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, পরীক্ষা সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে।নকলের আশ্রয় নিলে কোন ছাড় নেই।