শিরোনাম :
সাবেক শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন এবং রাজনৈতিক প্রসঙ্গ। গুলশান আবাসিক এলাকার সকল ফুটপাত এখন বিএনপির দখলে। পজিশন বিক্রির মাধ্যমে বছরে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।সিটি কর্পোরেশনের নীরব ভূমিকা। শাবনুরের উসকানিতেই সামিরার নেতৃত্বে সালমান শাহ # খুন হয়ে যান। ভারতের বিখ্যাত সংগীত শিল্পী কুমার শানুর জন্মের শিকর বাংলাদেশের বিক্রম পুরে। রায়পুরায়,আমিরগঞ্জে জনতার দেশ পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার এতিম ছাত্রদের শীতের উপহার সামগ্রী বিতরণ। রাজধানীতে আগ্নেয়াস্ত্র সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৩৭ নেতা কর্মী গ্রেফতার। আওয়ামীলীগের রাজনীতিতে নতুন চমক, ফিরে আসবে বীর দর্পে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসের বাস্তবতা বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আমার বাবা কর্নেল তাহের——স্মৃতিচারণে জয়া তাহের
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ডিজিএফ আইয়ের ৫ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল।

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সাইদুর রহমান রুমি:
আওয়ামী শাসন আমলে বিচার বহির্ভূত হত্যা,গুমের ঘটনায় দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে।গত ৮
অক্টোবর,  বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল এর মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। এদিন অভিযুক্তদের গ্রেপ্তার আদেশ চাইলে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। অভযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক  আহমেদ সিদ্দিক উল্লেখযোগ্য।এছাড়া সেনা গোয়েন্দা সংস্থার ডি জি এফ আই ৫  সাবেক প্রধান ও পুলিশের সাবেক আইজিসহ ২৮ কর্মকর্তার নাম রয়েছে। পরোয়ানা পাওয়া অভিযুক্তদের মধ্যে ডিজিএফআই, Rab,সিটি আইবিতে তে কাজ করা কর্মকর্তাদের মধ্যে আছেন ৩  লেফ্টেন্যান্ট জেনারেল, ৫ মেজর জেনারেল, ৬ ব্রিগেডিয়ার জেনারেল ৩ কর্নেল এবং ৫  লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে ২৩ জনই  সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মধ্যে ১১ জন  এখনো সশস্ত্র বাহিনীতে কর্মরত। এ ছাড়া আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এসব আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির ও  শুনানির জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য  করেছে ট্রাইবুনাল। গতকাল ট্রাইবুনাল- ১ এর চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মোর্তজা  মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন।প্যানেলের অন্য সদস্যরা হলেন -বিচারপতি মোঃশফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ মুহিতুল হক এনাম চৌধুরী। গতকাল প্রথমবারের মতো ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় সামরিক বাহিনীর উর্ধতন  কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামীদের মাঝে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অনেকেই পলাতক। আসামিদের বিরুদ্ধে জেআইসি তথা আয়নাঘর  এবং টিএফআই তথা   Rab এর আয়না ঘরের মাধ্যমে মোট ৩৪ টি গুমের ঘটনা সংঘঠনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে  Rab এর  টাস্কফোর্স ইন্টারোগেশন টিএফআই  সেলে  আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে( জেআইসি) বন্দি রেখে নির্যাতনের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। টিএফ আই সেলে  বন্দি রেখে ঘটনায় মানবতা বিরোধী অপরাধের ৫টি  অভিযোগ আনা হয়েছে জেআইসি তে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আরো ৫ টি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অভিযুক্ত আসামিদের সরকারি কোন পদে চাকুরীরত থাকার সুযোগ নেই। দুটি মামলার মধ্যে জেআইসি ভুক্ত ১৩ আসামী হলেন, ১।ক্ষমতাচ্যুত  প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
২।তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল  (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
৩।ডিজিএফ আই এর  সাবেক মহাপরিচালক, লে. জেনারেল( অবসরপ্রাপ্ত) আকবর হোসেন।
৪।মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আবেদিন।
৫।লেফটেন্যান্ট জেনারেল( অবসরপ্রাপ্ত) সাইফুল আলম।
৬।লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ
শামস চৌধুরী।
৭।মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) হামিদুল হক।
৮।ডিজিএফআইয়ের সিটিআইবি সাবেক পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
৯।মেজর জেনারেল শেখ মোঃ সরোয়ার হোসেন।
১০।মেজর জেনারেল কবীর আহমেদ।
১১।ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী।
১২।ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী।
১৩।লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত)মখছুরুল হক।অপরদিকে টিএফ আই এর  সঙ্গে যুক্ত অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা ও তারিখ আহমেদ সিদ্দিক ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, Rab এর সাবেক মহা পরিচালক এম খুরশিদ হোসেন, অতিরিক্ত মহাবরিচালক আনোয়ার লতিফ খান, ব্যারিস্টার হারুনুর রশিদ, Rab এর  সাবেক অতি: মহাপরিচালক (অপারেশন) কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ারজেনারেল জাহাঙ্গীর আলম খান,  ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে,এম,আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, Rab এর  সাবেক পরিচালক
(ইন্টেলিজেন্স উইং)লে. কর্নেল সারোয়ার বিন কাশোম
লে.কর্নেল (অব.)মো: খায়রুল ইসলাম,লে. কর্নেল মশিউর রহমান জুয়েল  এবং লে. কর্নেল  সাইফুল ইসলাম
সুমন।জনগণের বেতনে ইউনিফর্ম পরিধান করে  গুমের অপরাধে জড়িততের দায় কোন বাহিনীর প্রতিষ্ঠানের নয় বলে মন্তব্য করেছেন প্রসিকিউটার তাজুল ইসলাম। গুমে অভিযুক্তদের গ্রেফতারি পরোয়ানা জারির পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের ব্রিফিংয়ে আরো বলেন, গুমের অভিযুগে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিক Rab এর  সাবেক মহা পরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ সহ অন্য আসামীদের মধ্যে অধিকাংশ  Rab ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা। এদের কয়েকজন এখনো নিজ নিজ বাহিনীতে কর্মরত আছেন।
অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রস্টিটিউটর তাজুল ইসলাম আরো বলেন, গুমের  ঘটনায় উঠে এসেছে কী ভাবে ডিজিএফআইকে ব্যবহার করে ভিন্ন মতের লোকজনকে গোপন কক্ষে বন্দী রেখে ভয়াবহ নির্যাতন চালানো হতো বছরের পর বছর। অভিযোগ বিশ্লেষণে অনুমান করা যায় আওয়ামী আমলে দেশের সাড়ে ৩ সহস্রাধিক গুমের  ঘটনা সংঘটিত হয়েছিল এর মধ্যে গুম কমিশন মোট ১হাজার ৮৩৭ টি ঘটনার অভিযোগ পেয়েছে। বাকী গুলোর কোন হদিস পাওয়া যায়নি। সর্বশেষ তথ্যে জানা যায় গুমের শিকার ৩৪৫ ব্যাক্তি এখনো নিখোঁজ রয়েছেন।
তথ্যসূত্র: বিভিন্ন গণমাধ্যম ও দৈনিক আমার দেশ
প্রকাশনার তারিখ ৯ অক্টোবর,২০২৫ খ্রি.।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category