স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা সাংবাদিক ফোরাম ফোরাম এর আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে আসেন
শহর সমাজ সেবা নরসিংদী
কার্যালয়ের সমাজ সেবা অফিসার মাসুম ভূঁইয়া সহ
অফিস সহকারী মোহাম্মদ আলী।আজ ১৭ নভেম্বর, রোজ রবিবার দুপুর ১২ টার
সময় সংগঠনের চলমান কার্যক্রম, আপডেট রেজুলেশন, আয়- ব্যয়ের উৎস,কার্যকরী কমিটির সদস্য,তাদের পেশা,শিক্ষাগত
যোগ্যতা, জাতীয় পরিচয় পত্র,ব্যাংক একাউন্ট,পৌরসভার প্রত্যয়নপত্র, নামের ছাড়পত্র সহ খুঁটিনাটি বিষয় সম্পর্কে তারা অবগত হন। অত্যন্ত নম্র
ভদ্র সাংবাদিক বান্ধব সমাজ সেবা কর্মকর্তা মাসুম ভূঁইয়া সংগঠনের কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসার পাশাপাশি
সংগঠন কে গতিশীল করে
স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে
দ্রুত অগ্রসর হতে অনেক সুপরামর্শ দেন।ভাল কাজ করলে জেলা সমাজ সেবা
কার্যালয় থেকে আর্থিক সহযোগিতার ও আশ্বাস দেন
তিনি।এসময় উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি
এস,এম,বিল্লাল হোসেন,মোহাম্মদ আলী,মাসুম ভূঁইয়া,সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানখান ও কোষাধ্যক্ষ
নাসির উদ্দিন ভূঁইয়া।