জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর।
বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির।
শেখ ফরিদ :(লক্ষীপুর প্রতিনিধি)
লক্ষ্মীপুর শহর শাখার আমীর
আবুল ফারাহা নিশানের সভাপতিত্বে ৩১ অক্টোবর শিক্ষাশিবিরে প্রধান মেহমান হিসাবে আলোচনা করেন ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব ড রেজাউল করিম। তিনি বলেন, আওয়ামীলীগকে আর বাংলাদেশেরাজনীতি করতে দেয়া হবে না। লক্ষ্মীপুরে শহীদ আফনান ডাঃ ফয়েজ সহ সকল শহীদের হত্যাকারীদের লক্ষ্মীপুরে মাটিতে বিচার হবে। লক্ষ্মীপুর আর কোন টিপু বাহীনি তৈরী হতে দেওয়া হবে না এখন আর আওয়ামীলীগকে খোঁজে পাওয়া যাবে না। আল্লাহ তায়ালা এই জমিনটা আওয়ামীলীগের পতনের মাধ্যমে ইসলামের জন্য কবুল করেছে।বিশেষ মেহমান এডঃ নজির উদ্দীন লক্ষ্মীপুর নায়েবে আমীর তিনি বলেন, ফেরাউন নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে স্বৈরাচার আওয়ামীলীগ হাসিনা সেই ভাবে ধ্বংস হয়েছে। বাছাইকৃত শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর শহর নায়েবে আমীর ওমর ফারুক, সহকারী নায়েবে আমীর সামসুল হুদা, সহকারী সেক্রেটারি এডঃ মন্জুরুল আলম মিরন প্রমূখ।