________________________
মোঃ আজিজুল হক
স্টাফ রিপোর্টার দৈনিক জনতার দেশ।
নরসিংদী: নরসিংদীতে রমজান মাস উপলক্ষে জনসাধারণ কে সাশ্রয়ী বাজারের মাধ্যমে পুষ্টিকর খাবার সহজে পেতে কাজ করে যাচ্ছেন জেলা প্রাণিসম্পদ বিভাগ, পাশাপাশি সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে। বুধবার (৫’ই মার্চ) সকালে প্রাণিসম্পদ কার্যালয়ে মাসব্যাপী সুলভ মূল্যে বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে রমজান মাসজুড়ে সপ্তাহে দুদিন সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগি পাওয়া যাবে সুলভ মূল্যের দোকানে। এখানে দুধ ৮০ টাকা লিটার, ডিম ১ডজন ১০০ টাকা ও মুরগি পাওয়া যাচ্ছে কেজি ১৭০ টাকায়।
নরসিংদী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. ছাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. মাহবুবুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও জেলা প্রাণিসম্পদ ট্রেইনিং কর্মকর্তা ডা. মারুফ রিজভী তালুকদার প্রমুখ।