ক্রাইম রিপোর্টার:
শাহ আবিদ সাবেক ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও সাবেক ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি। বৈষম্য বিরোধী আন্দোলনে ময়মনসিংহ বিভাগে যার হুকুমে ময়মনসিংহ সদর, গৌরীপুর, ঈশ্বরগন্জ,নান্দাইল, শেরপুর, জামালপুর সহ বিভিন্ন থানার পুলিশ ছাত্র লীগ ও যুবলীগ ব্যাপক একশান চালায় ছাত্র জনতার মিছিলের উপর সাবেক বুয়েট ছাত্রলীগ ক্যাডার শাহ আবিদের গ্রেফতার দাবি জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের ভুক্তভোগী পরিবার ও জনগন। উনি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘঠিন ও বিশ্বস্ত ছিলেন বটে। বিগত আওয়ামিলীগ সরকারের আমলে এই আবিদ
ময়মনসিংহে গ্রেফতার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। অনৈতিক সুবিধা নিয়ে তিনি গাড়ি- বাড়ি সহ ব্যাংক ব্যালেন্স এর পাহাড় গড়েছেন। শাহ আবিদ এর ব্যাংক
ব্যালেন্স সম্পদ এর তথ্য তলিয়ে দেখলেই তার আসল
চেহারা জনসমক্ষে উদ্ভাসিত হবে এমনটিই বলছেন তার
হাতে নির্যাতিত অসংখ্য ভুক্তভোগী সহ ময়মনসিংহ বিভাগের আমজনতা।