মনোহরদি থেকে বিশ্বজিৎ: মনোহরদি থানা সূত্রে জানা গেছে গত ৪৮ ঘন্টার ব্যবধানে মনোহরদি থানা পুলিশ
শিবপুর উপজেলার মোঃ মামুন মিয়া (৩৬)পিতা- মমতাজ উদ্দিন, -আশ্রাফপুর, শিবপুর, নরসিংদী এবং তার সহযোগী মোঃ আজম খান ২৫ পিতা মৃত দেলোয়ার হোসেন খান মিন্টু, সাং- আশ্রাফপুর, শিবপুর, নরসিংদী, মনোহরদী থানা পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি পিস্তল , গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
বর্তমানে আটককৃত ব্যক্তিদ্বয় মনোহরদী থানা পুলিশের হেফাজতে আছে।