মোঃ আশিকুর রহমান সবুজ
স্টাফ রিপোর্টার ভোলা।।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ভোলা জেলা সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলন সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম বলেন, ‘আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৯শ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৫ হাজার ৬৭০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২ লাখ ৮৯ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খায়ানো হবে।’
এরমধ্যে ৬ মাসের নিচে কোনো শিশু বা কোনো অসুস্থ রোগীর ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওানো যাবে না।
ভোলা সদর দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন,চরফ্যাশন ও মনপুরা এ সাত উপজেলায় ২ হাজার ৮ শ ৩৫ জন টিকা কর্মী টিকাদান কার্যক্রম
পরিচালনার দায়িত্বে থাকছেন বলে জেলা সিভিল সার্জন
অফিস সূত্রে জানা গেছে।