মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৩০টি পরিবার ও একটি মাদ্রাসার রাস্তা আটকে চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাটি গ্রামে ওই ঘটনা ঘটে। গত প্রায় ২৫ দিন ধরে অচালাবস্থায় দিনাতিপাত করছে ওই পরিবারগুলো। রাস্তাটি চালুর দাবিতে আজ (৮জানুয়ারি) বুধবার সকাল ১০টায় মানববন্ধন করেছেন অবরুদ্ধ পরিবারের সদস্য ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, কালাইয়া ইউনিয়নের ব্যপারি বাড়ি, মল্লিক বাড়ি এবং মুন্সিবাড়িসহ ৩/৪টি বাড়ির প্রায় ৩০টি পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। একই গ্রামের কবির মোল্লা নামের একব্যক্তি রাস্তাটি নিজের রেকর্ডিয় সম্পত্তি দাবি করে। রাস্তা আটকে বিভিন্ন জায়গায় কলাগাছ লাগায় এবং বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় শালিসদের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলেও কোন সুফল হয়নি। সম্প্রতি রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য রাস্তার উপর বসত ঘর ও টয়লেট নির্মাণ করে কবির। এতে স্থানীয় সালিশগনরা বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে। একই রাস্তা ধরে পাশের উত্তর কর্পূরকাঠি ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরাও চলাচল করেন।
মানববন্ধনে ওই মাদ্রাসার সাধারণ শিক্ষর্থীরাও অংশগ্রহণ করেন। রাস্তাটি গত ৫০বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসছেন স্থানীয়রা।
এবিষয়ে অভিযুক্ত কবির মোল্লা বলেন, আমার রেকর্ডিয় জায়গায় আমি ঘর উঠিয়েছি। আমার ঘর তারা ভেঙ্গে ফেলেছে। আমি অইনের আশ্রয় নিয়েছে।
এবিষয়ে বাউফল থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামাল হোসেন বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের সমন্বয়ে রাস্তাটি দ্রুত খুলে দেয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে।###
তারিখ-০৮/০১/২০২৫ইং
মো.আরিফুল ইসলাম