স্টাফ রিপোর্টার ঃ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন সলিমুল্লাহ খান। অভিনন্দন আপনাকে। উনার জন্ম: ১৮ই আগস্ট ১৯৫৮। তিনি একজন প্রথিতযশা বাংলাদেশী চিন্তাবিদ ও লেখক। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসেবে প্রসিদ্ধ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। বাংলাদেশের তরুণ লেখক ও চিন্তকদের মাঝে সলিমুল্লাহ খানের প্রচুর অনুসারী রয়েছে। তার রচনায় কার্ল মার্ক্স, জাক লাকঁ ও আহমদ ছফার চিন্তার প্রভাব দেখা যায়। তিনি প্লাতোন, জেমস রেনেল, ফ্রঁৎস ফানঁ, শার্ল বোদলেয়ার, ডরোথি জুল্লে প্রমুখের লেখা বাংলায় অনুবাদ করেছেন। প্রবন্ধ–গদ্যে অবদানের জন্য তিনি ২০২৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারটি লাভ করেন।