আবুল কালাম আজাদ
গোপালগঞ্জ প্রতিনিধি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন,আমরা কারো উপর নির্যাতন করবো না। তবে আমাদের উপর যদি কেউ অন্যায়ভাবে হামলা করে তাহলে আমরা তাদের কে ছেড়ে দিবো না। এখন রাজনীতি হবে বৈষম্যবিরোধী রাজনীতি। আগামীতে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত রাজনীতি। আগামীদিনের রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত। এদেশে যারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।
গত ২৬ অক্টোবর,শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১২নং কান্দি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘ ১৭টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে।
এস এম জিলানী আরো বলেন, শেখ পরিবারের কিছু সদস্য ও আওয়ামী লীগের কিছু দুবৃর্ত্ত দুর্ণীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাদের কর্মকান্ডের কারনে আজ এদেশ ছেড়ে তারা পালিয়েছে। তাদের লোপাটকৃত টাকা এদেশে ফিরিয়ে আনা হবে।
কান্দি বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মার্টিন জয় বারিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, গোপালগঞ্জ জেলা ব�