শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

কেন্দুয়ায় বসত বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে থানায় মামলা গ্রামবাসীর মানববন্ধন

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের ও এক ব্যক্তির আটককে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ২১ মার্চ ২০২৫ ইং দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সোহেল রানা বাদী হয়ে ২৩ মার্চ ২০২৫ তারিখে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৩৪ ও ৫০৬ ধারায় নথিভুক্ত হয়। পুলিশ মামলার তদন্তের অংশ হিসেবে কামরুজ্জামান নামে একজনকে আটক করে হেফাজতে নেয়।

আজ ২৪ মার্চ ২০২৫ তারিখে কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে আটককৃত কামরুজ্জামানের মুক্তির দাবিতে স্থানীয় গ্রামবাসী এবং সামাজিক সংগঠন ‘স্বদেশপ্রেম গ্রুপ’ এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এম এ রউফ, ইয়াসিন আরাফাত, মো. সাইদুর রহমান, নুরে আলম তালুকদার, রাছেল আহমেদ হলুদ ও শাখাওয়াত হোসেন।

বক্তারা অভিযোগ করেন, মৃত ফজলে এলাহীর পুত্র সৈনিক আরিফুজ্জামান পরিকল্পিতভাবে নিজ বাড়িতে আগুন দিয়ে এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তাঁরা বলেন, এই ধরনের মিথ্যা মামলা জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্বদেশপ্রেম গ্রুপের এডমিন নুরে আলম তালুকদার বলেন, সৈনিক আরিফুজ্জামান অতীতে সেনাবাহিনীতে চাকরি করার সুযোগে গ্রামবাসীকে হুমকি প্রদান এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছে।

এ প্রসঙ্গে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন – আইন তার নিজের গতিতেই চলবে

মানববন্ধনের পর গ্রামবাসীর পক্ষ থেকে মো. সাইদুর রহমানের স্বাক্ষরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়, যেখানে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category