________________________
মো: আজিজুল হক ( স্টাফ রিপোর্টার)
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক উদ্ধারের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চলমান অভিযানে গত ২৪ ঘন্টায় বেলাব থানা পুলিশ কর্তৃক বারৈচা বাজারস্থ এলাকা হতে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২জন (গ্রেফতারকৃতরা হলেন ১। আতিকুর শেখ (২২), পিতা-মোঃ রশিদ শেখ ও ২। মোঃ সাকিব (২০), পিতা-মোঃ মজিবুর শেখ, উভয় ঠিকানা: গ্রাম-কাপাইস, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর)। গ্রেফতারকৃত আসামী আতিকুর শেখ এর নামে ৩টি মাদক মামলা রয়েছে। রায়পুরা থানা পুলিশ কর্তৃক ২কেজি গাজা ও ২২ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ৩জন। নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক ১২৫পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২জন। ডিবি, নরসিংদী কর্তৃক ৫১ পিস ইয়াবা ও ১কেজি গাজা উদ্ধারসহ গ্রেফতার ৪ জন গ্রেফতারকৃত আসামী মো: মুরাদ মিয়া(৩০), পিতা-মৃত বাদশা মিয়া, সাং-দাস পাড়া, থানা-নরসিংদী সদর, জেলা:নরসিংদী এর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা রয়েছে। সর্বমোট উদ্ধার ৩৫৮ পিস ইয়াবা ও ৩কেজি গাজা এবং গ্রেফতার ১৩জন মাদক ব্যবসায়ী।
এছাড়া রায়পুরা থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ০১ জনকে মাদকসহ গ্রেফতার করা হলে মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত ব্যক্তিকে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় এবং বিভিন্ন অপরাধে (ওয়ারেন্টভূক্তসহ) সর্বমোট ২৬জনকে গ্রেফতার করা হয়।