শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

জনতার দেশ ক্রাইম ডেক্স:

প্রাচ্যর ম্যানচেষ্টার খ্যাত নরসিংদী শেখেরচর বাবুরহাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যাকান্ডের প্রধান আসামী বিজয় সাহা ও গণেশ সাহা কে গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন করেন ছাত্রজনতা। অরুন দেবনাথের ছেলে তপু সাহা উক্ত মানববন্ধন স্থল থেকে গণমাধ্যম কর্মীদের স্পষ্ট জানিয়েছেন আত্নহত্যার প্ররোচনায় হত্যাকারী বিজয় সাহা ও গণেশ সাহাকে গ্রেফতারের দাবিতে, আজ আমরা আইনী সহযোগিতা পেতে দাঁড়িয়েছি। আমার বাবা শেখেরচরের অন্যতম ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করলে ব্যবসায়ীক লেনদেন থাকবেই। ব্যবসায়ীক সুত্রে পাশের ব্যবসায়ী বিজয় সাহা ও গণেশ সাহাদের সাথে আমার বাবার যোগাযোগ ছিলো। তারা বিগত সময়ে আমার বাবাকে ব্যবসায়ীক লেনদেনের বিষয়ে বিভিন্ন ভাবে মানসিক চাপ সহ শারীরিক নির্যাতন করেন এবং সেইসাথে ক্যাশ লুটপাট ও মালামাল লুটপাট করেন। আমার বাবার মোবাইলে ভিডিও ধারণ ছিলো, সেই সাথে আমার বাবা মৃত্যুর আগে মোবাইলে ভিডিও ধারণ করে প্রতিটা বিষয় বলে গেছেন। এমন কী কোথায় তিনি কতটাকা কার কাছ থেকে পান, কে কতটাকা পাওনা ইত্যাদি নানা বিষয় লিখিত আকারে রেখে গেছেন। সম্প্রতি গত রমজানের বিজয় সাহা ও গণেশ সাহা নিহত অরুন দেবনাথের গদীতে এসে লুটপাট, শারীরিক নির্যাতন ও গদীতে হামলা চালায়, এতে অরুণ দেবনাথ রাগ, ক্ষোভ, দুঃখ কষ্টে আত্মসম্মানের ভঁয়ে তিনি আত্নহত্যার পথ বেঁছে নেন। নিজের পরিবারকে ও এই কথা জানান নি, আসামী বিজয় সাহা ও গণেশ অরুন দেবনাথ কে ২৪ঘণ্টা মানসিকভাবে হয়রানি, ভয়ভীতি দেখিয়ে বিরক্ত ও শারীরিক টর্চর করতেন। এক পর্যায়ে অরুন দেবনাথের আত্নহত্যার পর গা ঢাকা দেয় অভিযুক্ত বিজয় সাহা ও গণেশ সাহা। থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামীদের খুজছে, তবে এখনো আসামী দ্বয় কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই বিষয়ে কয়েকমাস অতিবাহিত হওয়ার পড়েও শেখেরচর বাজার বনিক সমিতির সভাপতি/সম্পাদক কেউ অরুন দেবনাথের ছেলে সন্তান ও পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ বা এই বিষয়ে কোনো সহযোগিতা করেন নাই বলে জানিয়েছেন অরুন দেবনাথের ছেলে তপু দেবনাথ। উক্ত মানববন্ধন থেকে বিভিন্ন বক্তব্য উঠে আসে এবং সবাই এই নারকীয় ও বর্বরোচিত হত্যাকান্ডে প্ররোচিত ঘটনার সাথে জড়িত আসামীদের অতিদ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবিতে সর্বোচ্চ প্রশাসন সহ নরসিংদির মানবিক পুলিশ সুপার আব্দুল হান্নান মহোদয় এর প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। প্রকৃত ঘটনা উন্মোচন করতঃ দৈনিক জনতার দেশ ও জনতার দেশ
মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট ( টিভির) দক্ষ ক্রাইম রিপোর্টারগণ সরেজমিনে কাজ করছে। চলবে—
ছবি ও তথ্য সংগ্রহে:
মোঃ আজিজুল হক
স্টাফ রিপোর্টার
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category