মাহবুবুর রহমান খান:
আজ শুক্রবার (১০ অক্টোবর) নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন করেন নবাগত নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মো: মেনহাজুল আলম,পিপিএম মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স এর পরিস্কার পরিচ্ছন্নতা,মেসের খাবার কতটা গুনগত মানসম্পন্ন তা তিনি ঘুরে ঘুরে দেখেছেন। ফোর্সদের এসময় ডাইনিংরুম, ইনডোর সহ অন্যান্য সকল সামগ্রী দেখে পুলিশ ক্যান্টিন পরিদর্শনে করেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশের সকল ধরনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি তড়িৎ সমস্যা সমাধানে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুলিশ লাইন পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আরআই, পুলিশ লাইন্স ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা। নরসিংদির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্হিতি নিয়ে ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া (সাবেক পুলিশ সুপার,নরসিংদী) বর্তমানে উপ-মহাপুলিশ পরিদর্শক ডিআইজি,এন্টিটেরোরিজম ইউনিট এর সংগে কথা হলে এক পর্যায়ে পুলিশ সুপার মেনহাজুল আলম সম্পর্কে জানতে চাইলে তিনি বিনয়ের সাথে দৈনিক জনতার দেশ কে জানান,মেনহাজ এর আগে পুলিশ হেড কোয়ার্টারে এ,আই,জি পদে প্রশাসনিক দায়িত্বে ছিলেন।তিনি একজন দায়িত্ববান,,চৌকস পুলিশ অফিসার হিসাবে হেড কোয়ার্টারে অতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।আপনারা নরসিংদী বাসী একজন জেন্টেল এণ্ড পারফেক্ট পুলিশ সুপার পেয়েছেন।তার সততা,কর্তব্য নিষ্ঠা এবং প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে পুলিশ – জনতার মাঝে একটি নতুন সেতু- বন্ধন তৈরির পাশাপাশি প্রতিটি পদক্ষেপে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত হবে এমনটিই প্রত্যাশা নরসিংদী বাসীর।
প্রতিবেদক-
সম্পাদক – প্রকাশক
দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভি ( আইপিটিভি আবেদিত)।
তথসূত্র: জেলা পুলিশ মিডিয়া সেল ও ডিআইজি মহোদয়ের সাথে সরাসরি ফোনালাপ।