মোঃ ফাহিম মৃধা ( স্টাফ রিপোর্টার)
গত রোববার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের সাথে ইজিবাইকের থাক্কায় মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ট্রেনের থাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: জহিরুল ইসলাম। নিহত দুইজন হলেন, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের (নয়াচর) এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।
প্রত্যক্ষদর্শী রিমন মিয়া জানান, ঘটনাটি দেখে আমি খুবই মর্মাহত হয়েছি, ঘটনা স্থানে ইজিবাইকের চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। তিনি আরো বলেন, আমিরগঞ্জের এই রেল ক্রসিংটি মূলত অবৈধ। এখানে কিছুদিন পর পরই ঘটে দূর্ঘটনা আর প্রতিটি দূর্ঘটনায় মানুষ মারা যায়। এখানে একটি বৈধ
ক্রসিং ও গেটম্যান দিয়ে দূর্ঘটনা রোধে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া জরুরি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।