মোঃ আজিজুল হক স্টাফ রিপোর্টার (দৈনিক জনতার দেশ)
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২৫’শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার নরসিংদী সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহ্আলম হোসেন এর সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিতিশ চন্দ্র বনিক, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শাহ্আলম হোসেন, ইউ.পি সদস্য আব্দুল মজিদ, সংরক্ষিত মহিলা সদস্য লিপি বেগম, হিসাব সহকারী কাম:কম্পিউটার মো: সুজন মিয়া প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শাহ্আলম হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্য সরকারি সেবা জনগণ যেনো দ্রুত পায় জনদূর্ভোগ এড়াতে মাননীয় জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, উপসচিব স্থানীয় সরকার বিভাগ মৌসুমী সরকার রাখী ও প্রশাসক মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কর্মকর্তাগণের সরকারি দিকনির্দেশনা গুলো উক্ত পরিষদের সকল স্টাফ ও জনপ্রতিনিধিেদের মাঝে আলোচনা রাখেন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণ ও জনপ্রতিনিধিগণ উক্ত আলোচনা কে স্বাগত জানিয়ে সরকার কে শতভাগ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন, সেইসাথে সকলের সার্বিক সহযোগিতায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কে শতভাগ সেবাধর্মী ও জনবান্ধন ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবেন বলে জানিয়েছেন।