আনোয়ারা হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপু্র ১ফেব্রুয়ারী (শনিবার) বোকাইনগরে অধ্যাপক ডাঃ মুক্তাদির এর স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা ডাঃ মুক্তাদির চক্ষু হাসপালের হল রুমে হাসপাতালের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মুক্তাদির এর সভাপতিত্বে ও ডাঃ মালিহা শারমিনের সঞ্চালনায়
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপালের গাইনি ও হাসপাতালের গাইনি ও স্ত্রী রোগ বিভাগের প্রাক্তন অধ্যাপক বিভাগীয় প্রধান ডাঃ মাহমুদা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার এম সাজ্জাতুল হাসান, উপজেলা মেডিকাল অফিসার ডাঃ ইকবাল আহমেদ নাসের,সহকারী কমিশনার (ভুমি) সুনন্দা সরকার প্রমা, অফিসারস ইনচাজ (থানা)
মির্জা মাজহারুল আনোয়ার।
অনুষ্টানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ স্মৃতি জাদুঘর উদ্ধোধন করেন।পরে এক সাংস্কৃতিক অনুষ্টানে অধ্যাপক ডাঃ মুক্তাদির সংগীত পরিবেশন, গিটার বাজানো,যাদু প্রদর্শন করে করেন।
উল্লেখ্য স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক ডাঃ মুক্তাদির প্রতিষ্টিত ডাঃ মুক্তাদির চক্ষু হাসপাতলের দ্বিতীয়তলা স্মৃতি জাদুঘরটি প্রতিষ্টা করেন। জাদুঘরে স্থান পেয়েছে হুক্কা পানদানী , কয়লার ইস্ত্রি,পিতলের ধোপদানী,দেশ বিদেশের ভ্রমনের আলোকচিত্র,মুক্তিযোদ্ধ, ফটো গ্যালারী, সংবাদ প্রতিবেদন,দু শত বৎসরের দেশ বিদেশের প্রাচীন বিলুপ্ত জিনিষপত্রসহ আবহমান বাংলার হারানো ঐতিহ্য।