👤আনোয়ার হোসেন শাহীন ( ময়মনসিংহ ব্যুরো চীফ)
ময়মনসিংহের গৌরীপুর (রবিবার) উপজেলার লামাপাড়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্বসাৎ এর অভিযোগ উঠেছে।
মাদ্রাসা সুপার মাকসুদুল জাহান মোঃ নুহু মিয়া বিগত ২০১৭ নিয়োগ হয়ে বিভিন্ন খাতের আয় ব্যায় কোন হিসাব নিকাশ তোয়াক্কা করেন নি।
২০২২-২৩ অর্থ বছরে এসইডিপি আওতাভুক্ত পি বি জি এস আই প্রকল্পের প্রণোদনা বাবৎ পাঁচ লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে ময়মনসিংহের ছোট বাজার শাখায় মাদ্রাসার একাউন্টে জমা হয়।
বরাদ্দকৃত টাকার মধ্যে মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবৎ ৫০ হাজার টাকা,
২০২১-২২ অর্থ বছরে বই বিক্রি বাবৎ ৩৪০০০/-হাজার ও ২০২৩-২৪ অর্থ বছরে টিউ শিন ফি বাবৎ সুপারের দুই কিস্তি ৫৬৬১০ টাকাসহ সর্বমোট ১লক্ষ ৪০হাজার টাকা আত্বসাৎ এর অভিযোগ রয়েছে।
সরে জমিন দেখা যায়,মাদ্রাসার কোন ক্লাশ
প্রতিবন্ধী কোন ছাত্রী নেই।
অভিযোগ কারী মাদ্রাসার সহকারী তত্ত্বাবধারক মোঃ নূরুল হক মন্ডলসহ সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ বলেন, মাদ্রাসার পরিচ্লনা কমিটির সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ বাহার ও অফিস সহকারী মোঃ হুমায়ুন কবীরের যোগ সাজসে অর্থ আত্বসাৎ করেন।
এ ব্যাপারে সুপার মাকসুদুল জাহান মোঃ নুহু মিয়া তার বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্বসাৎ এর আনিত অভিযোগ অস্বীকার করেন।