নিজাম চৌধুরী :ঘাতক জেনারেলদের কোর্টে আনা হয়েছে —
দক্ষিণ এশিয়ার ইতিহাসে এর আগে কখনো সাধারণ নাগরিকদের গুম-খুনের অভিযোগে সেনা সদস্যদের বিচারের মুখোমুখি হতে হয়নি।
কিন্তু ইউনুস দেখিয়ে দিয়েছেন, তাজুল দেখিয়ে দিয়েছেন — অসম্ভব বলে কিছু নেই।
বিচারের রায় কী হবে, সেটা আমরা জানি না। কিন্তু ওরা কোনোদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াবে— এমনটা আমাদের কল্পনারও বাইরে ছিল।
ওদের বিচার শুরু করাটাই ছিল হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর চেয়েও কঠিন কাজ। তবু সেটাও সম্ভব হয়েছে।
এখনও অনেক ষড়যন্ত্র চলছে — এসি প্রিজন ভ্যান, ফাইভ স্টার সাবজেল, নানা প্রভাব-প্রচেষ্টা। পথ এখনও দীর্ঘ, গন্তব্য অনেক দূরে। কিন্তু ভাবুন তো, এতদূর আসার কথা আমরা কি কখনো ভাবতে পেরেছিলাম?
দক্ষিণ এশিয়ার কোনো নির্বাচিত সরকার যা করার সাহস দেখাতে পারেনি, সেটাই আজ কয়েকজন প্রবীণ ও দুইজন তরুণের নেতৃত্বে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার করে দেখিয়েছে।
ইতিহাস এখানেই তৈরি হচ্ছে। ✊