সেনাভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল (অব:) ফজলে এলাহি আকবর এবং আরেকজন অচেনা ব্যক্তি। গত ১৪ মাসে এমন আরো কয়েকটি গোপন অভিসারে সম্পন্ন হয়েছে দুই জগতের এই দুই মানুষের।
দুইটি বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুছের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চান।
বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচনে সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছে।
তথ্য সূত্রঃ দৈনিক আমার দেশ।