শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

কেন্দুয়া প্রেস ক্লাবে ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়ার সংবর্ধনা

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :

ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে দেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাবেক সচিব এবং জনপ্রশাসন সংস্কার কমিশন-২০২৪ এর সদস্য ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়ার সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি লুৎফর রহমান ভূঁইয়া, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আতাউল হক মিন্টু এবং পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেরুন্নেছা গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কবি সাহাবুল ইসলাম ভূঁইয়া, কবি রাখাল বিশ্বাস, আশরাফ ভূঁইয়া, আলমগীর চৌধুরী, শহিদুল হক, আজিজুর রহমান মোসলেম, নুরুল হক ভূঁইয়া সহ কেন্দুয়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, “ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া শুধু একজন দক্ষ প্রশাসক নন, তিনি মননশীল গবেষক ও ইতিহাস অনুরাগী চিন্তাবিদ। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।”

কবি রাখাল বিশ্বাস কেন্দুয়ায় কবি কংকের নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করেন। আশরাফ ভূঁইয়া বলেন, “ড. হাফিজুর রহমান একজন প্রচার বিমুখ মানুষ। সরকারের উচ্চপদ অলংকৃত করার পরেও তিনি জীবনযাপনে অতি সাধারণ।”
আলমগীর চৌধুরী সিলেটে তাঁর সহায়তা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন।

ড. হাফিজুর রহমান ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “আমাদের মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নকলের প্রবণতা থেকে বেরিয়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে।
উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, গরীব মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করাই প্রকৃত উন্নয়ন। দেশের প্রতি ইঞ্চি মাটিকে কাজে লাগাতে হবে। উন্নত প্রযুক্তি ও বিজ্ঞ্যান সন্মত চাষাবাদে মনোযোগী হবার পরামর্শ দেন তিনি। কেন্দুয়া প্রেসক্লাব কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি কেন্দুয়া প্রেসক্লাবের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ”

উল্লেখ্য, ড. হাফিজুর রহমান ১৯৫৫ সালে কেন্দুয়ার মাসকা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় অনার্স ও মাস্টার্স শেষে ইতিহাস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৩ সালে কক্সবাজারে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে সচিব পদে অবসর গ্রহণের পর তিনি পরিকল্পনা কমিশন ও বিশ্ব ব্যাংকে পরামর্শক হিসেবে কাজ করেন। বর্তমানে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠান শেষে ড. হাফিজুর রহমান ভূঁইয়াকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category