শিরোনাম :
বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন! নরসিংদীতে রায়পুরা পশ্চিমাঞ্চলে ইসলামি আন্দোলন বাংলাদেশ এক গণসমাবেশ। গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩। গাংনী,মেহেরপুর প্রতি নিধি  বাউফলে রাস্তা অবরুদ্ধ করে ঘর তোলার প্রতিবাদে মানববন্ধন! প্রতিনিধিঃ লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাউফলে অপহৃত শিবু বনিককে উদ্ধার, দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার! কুয়াকাটায় শুরু হচ্ছে কুয়াকাটা পর্যটন মেলা ২০২৫।  কেন্দুয়ায় তারুণ্যের উৎসব ২০২৫: আত্মহত্যা প্রতিরোধ কর্মশালা শুরু বাউফলে মানবিক সংগঠন স্পেইড হিম্যানিটি’র কমিটি গঠন  কলাপাড়ায় কামিল মাদ্রাসার শিক্ষক আবুল হোসেন চির নিদ্রায় শায়িত । 
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

কেন্দুয়ায় তারুণ্যের উৎসব ২০২৫: আত্মহত্যা প্রতিরোধ কর্মশালা শুরু

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

শাহ আলী তৌফিক রিপন,বিশেষ প্রতিনিধি :

 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে দুদিনব্যাপী কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। কর্মশালার প্রথম দিনটি উদযাপিত হয় আজ ৭ জানুয়ারি, যেখানে উপজেলার বিভিন্ন স্তরের তরুণ ও যুবকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

 

আজ দুপুর ২টায় কেন্দুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে তরুণদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এই ধরনের কর্মশালা আমাদের তরুণ সমাজকে হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।”

 

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দুয়া থানা জনাব মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি জনাব সেকুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি জনাব নাহিদ হাসান, মিডিয়া কর্মী ও সর্বস্তরের জনগন।

 

কর্মশালায় বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীরা অংশগ্রহণকারীদের আত্মহত্যার মনস্তাত্ত্বিক কারণ, লক্ষণ, এবং এর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেন। প্রশিক্ষণকারীরা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, কিভাবে ব্যক্তি ও সমাজ মিলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে, সে বিষয়েও আলোচনা করেন। তরুণরা কিভাবে নিজেদের এবং আশেপাশের মানুষদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারেন, সে সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনাও দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার ছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র কনসালট্যান্ট সাইকিয়াট্রি প্রফেসর ডা: ব্রীগেডিয়ার জেনারেল ( রিটায়ার্ড ) মো: আজিজুল ইসলাম তিনি মানসিক স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে আত্মহত্যার হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

কর্মশালায় অংশ নেওয়া স্থানীয় তরুণ আমান উল্লাহ জানান, “এই কর্মশালা আমাদের মানসিক চাপ, হতাশা ও আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল সম্পর্কে সচেতন করেছে। আশা করি, আমরা সবাই এর থেকে অনেক কিছু শিখে নিজেদের ও অন্যদের সহায়তা করতে পারবো।”

 

কর্মশালার দ্বিতীয় দিন ৮ জানুয়ারি, বিভিন্ন দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও কর্মশালা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখবেন আমেরিকান এনথ্রোপলজিস্ট ডানা ম্যাশন ওয়ার্থ। আয়োজকরা আশা করছেন, এই কর্মশালা তরুণদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করবে এবং আত্মহত্যা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে।

 

আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কেন্দুয়া উপজেলায় আয়োজিত এই কর্মশালা তরুণদের জন্য একটি যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category