ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে বাদুতলী গ্রামের বাসিন্দা ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জনাব আবদুল মালেক শিকদার (৭২) গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০-৩০ মিনিটের সময় পৌরশহরে নিজ বাসায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)।
তিনি মৃত্যুকালে এক স্ত্রী ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে এতিমখানা জামে মসজিদ মাঠে প্রথম জানাজা শেষে ও নিজবাড়ীর মসজিদ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যু গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. মরিুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক।