ফোরকানুল ইসলাম, কলাপাড়া পটুয়াখালী (প্রতিনিধি) : পটুয়াখালীর কলাপাড়ায় ‘শিক্ষায় বঞ্চনা যেমন- বাল্যবিবাহ, শিশুশ্রম ও যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ে স্থানীয় পর্যায়ে ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
এসডিএ ও গণস্বাক্ষরতা অভিযান’র আয়োজনে এবং মালালা ফাউন্ডেশনের সহায়তায় বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তন এ ডায়লগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি’র (এসডিএ) নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, গণস্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার আবু রেজা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিএ’র প্রশিক্ষণ কর্মকর্তা সৈয়দা তানবিন জাহান।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে ১৮ বছরের নিচে ৫১ ভাগের বেশি শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। মানুষ সচেতন হলে দেশে নারী শিক্ষার অগ্রগতিতে বাধা কাটিয়ে নারীদের শিক্ষার সুযোগ তৈরি করা সম্ভব। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন হলে বাল্যবিবাহ ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন হবে।
অনুষ্ঠানে সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, পরিবেশ ও সমাজকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।