চরফ্যাশন থেকে ইয়ামিন হোসেন।
চরফ্যাশন বেতুয়া ঘাট সংলগ্ন নদীতে এই মেয়েটি তার কোলের এই বাচ্চাটিকে নিয়ে বেতুয়া নদীতে ঝাপ দেয় আত্মহত্যার উদ্দেশ্য, তৎক্ষনাৎ এই মেয়েটিকে উদ্ধার করা গেলেও,বাচ্চাটিকে প্রথমে পাওয়া যায়নি,কিছুক্ষণ পর বাচ্চাটিকে স্থানীয় লোকজন উদ্বার করলে,সেখানে ঘুরতে যাওয়া চরফ্যাশন সরকারি কলেজের মানবিক ছাত্র প্রিয় ছোটভাই MD Sheikh Masum দ্রুত চরফ্যাশন সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন,কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষনা করেন,ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।এই মেয়েটি ও বাচ্চাটি এখন চরফ্যাশন সরকারি হাসপাতালে রয়েছে।শেয়ার করে তাদের পরিবারের কাছে পৌছে দিন