◊ক্রাইম রিপোর্টারঃ
নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর একটি টিম আজ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার রাত ২১.০০ ঘটিকায় নরসিংদী শহরের শিববাগ মোড়ে ৪৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১০ মামলার আসামী আরিফ @ ঘাড়কাটা আরিফ (৩৮), পিতা মৃতঃ শহিদ, সাং উত্তর নাগরিয়াকান্দি, থানাঃ- নরসিংদী সদর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ঘাড়কাটা আরিফ এর বিরুদ্ধে ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
তথ্যসূত্র: জেলা পুলিশ নরসিংদী।