সাহাদাত হোসেন রাজু:
সাংবাদিকদের অপর নাম সমাজের দর্পণ বা আয়না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা প্রতিদিনই সত্য উদঘাটনের চেষ্টায় মাঠে থাকেন। কিন্তু এই দায়িত্বশীল পেশাটি আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, যা শুধু তাদের পেশাগত জীবন নয়, অনেক সময় ব্যক্তিগত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দেয়।
👉 তথ্যের স্বাধীনতার সংকটঃ-
বর্তমানে অনেক দেশেই সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। সরকার, প্রভাবশালী গোষ্ঠী বা কর্পোরেট প্রতিষ্ঠানের চাপের কারণে সাংবাদিকরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরতে অনেক সময় ব্যর্থ হন। তথ্য গোপন, সেন্সরশিপ এবং ‘ফেইক নিউজ’ বা ভুয়া তথ্যের ছড়াছড়ি এই সংকটকে আরও ঘনীভূত করছে।
👉 নিরাপত্তাহীনতা ও সহিংসতাঃ-
বিশ্বজুড়ে সাংবাদিকরা সহিংসতা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। অনেক সময় মাফিয়া, দুর্নীতিবাজ কর্মকর্তা কিংবা অপরাধ চক্রের বিরুদ্ধে রিপোর্ট করায় সাংবাদিকরা প্রাণ হারাচ্ছেন বা গুম হচ্ছেন। এমন বাস্তবতায়, সত্য প্রকাশ এক ধরনের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
👉 ডিজিটাল যুগের চ্যালেঞ্জঃ-
ডিজিটাল মিডিয়ার বিকাশ যেমন খবর পৌঁছে দেওয়ার গতি বাড়িয়েছে, তেমনি চ্যালেঞ্জও তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় তথ্য যাচাই ছাড়াই ভাইরাল হওয়ার প্রবণতা সত্য-মিথ্যার পার্থক্য মুছে দিচ্ছে। সাংবাদিকদের এখন শুধু রিপোর্ট করাই নয়, ভুল তথ্যের বিরুদ্ধে লড়তেও হচ্ছে।
👉 অর্থনৈতিক সংকট ও পেশাগত অস্থিরতাঃ-
অনেক সংবাদমাধ্যম আজ আর্থিক সংকটে ভুগছে। বিজ্ঞাপন নির্ভরতা, অনলাইন কনটেন্টের ফ্রি সংস্কৃতি, ও পাঠকের আগ্রহ কমে যাওয়ার কারণে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান টিকতে পারছে না। এর ফলে সাংবাদিকদের চাকরি হারানোর ঝুঁকি, স্বল্প বেতন, এবং পেশাগত অনিশ্চয়তা বাড়ছে।
👉 নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রাখাঃ-
একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সাংবাদিকদের নিজেদের নৈতিকতা বজায় রাখা। রাজনৈতিক পক্ষপাত, গোপন এজেন্ডা, বা অর্থের প্রলোভন অনেক সময় সাংবাদিকতাকে কলুষিত করে। সত্য প্রকাশের বদলে মতামতনির্ভর ও পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের প্রবণতা বাড়ছে।
সাংবাদিকতা আজ এক চ্যালেঞ্জপূর্ণ পেশা। সত্য ও ন্যায়ের পথে থেকেও প্রতিনিয়ত হুমকি ও প্রতিবন্ধকতার মুখে পড়ছেন সংবাদকর্মীরা। তবে তবুও কিছু সাহসী ও নীতিবান সাংবাদিক আজও আলোর দিশারী হয়ে কাজ করে চলেছেন। একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে সাংবাদিকদের এই ভূমিকা ও সংগ্রাম অনস্বীকার্য।
বি.দ্র. সাহাদাত হোসেন রাজু, নরসিংদির একজন প্রতিবাদী, পরিচ্ছন্ন সাংবাদিক।