রায়পুরা প্রতিনিধিঃ নরসিংদির আরশীনগর থেকে রায়পুরা পর্যন্ত রাস্তা রাস্তাটি প্রশস্হ করতে গত এক দেড় বছর ধরে উন্নয়ন কাজ শুরু হয়েছে।স্হানীয় সরকার মন্ত্রণালয় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স রাস্তা নির্মাণ ও সংস্কারে কাজ করে যাচ্ছে। রাস্তার মাঝখান থেকে গাছ পালা কেটে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা ক্লিয়ার করার কাজ প্রায় শেষ পর্যায়ে।কিন্ত বাঁধা হয়ে দাঁড়িয়েছে আমিরগঞ্জ ইউনিয়ন সীমানায় করিমগঞ্জ – হাসনাবাদ এলাকায় রাস্তার মাঝখানের দোকানপাট – স্হাপনা নিয়ে। এই এলাকায় যদি রাস্তাটি ৩০ থেকে ৪০ ফিট প্রশস্হ করা হয় আরশীনগর সীমানা থেকে যে ভাবে পরিকল্পনা মাফিক সামনে অগ্রসর হচ্ছে সে মোতাবেক পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রায় অর্ধ্ব ৩০/৩৫ টি স্হাপনা উচ্ছেদ করতে হবে।জেলা পরিষদ এবং রেলওয়ের সরকারি জায়গায় স্হাপিত দোকান-পাট উচ্ছেদ সহজ হলেও ব্যক্তি মালিকানাধীন জায়গায় স্হাপিত দোকান-পাট স্হাপনা সরানো কঠিন।উপযুক্ত মূল্য পরিশোধ না করলে জায়গার তাদের জমি ছাড়তে নারাজ এতে রাস্তা প্রশস্হকরণের কাজ ও বিলম্বিত হবে।এ দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজের মেয়াদ ও ফুরিয়ে আসছে।বিষয়টির দ্রুত সমাধান নিশ্চিত কল্পে আজ ১৩ অক্টোবর আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক জরুরি সভার আয়োজন করা হয। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুরা, ,মেহেদী হাসান উপসহকারি প্রকৌশলী সড়ক ও জনপদ নরসিংদী, মো: আমির হোসেন প্যানেল চেয়ারম্যান আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে আবদুর রহমান খোকন সাধারণ সম্পাদক উপজেলা বি,এনপি রায়পুরা সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে গাজী লুৎফর রহমান রবিন,মানবাধিকার কর্মি সৈয়দ বিল্লাল সহ সকল ইউপি গণ। প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমি অচিরেই মালিক পক্ষের সাথে বসে বিষয়টি ফযসালা করে রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান কে বলবো। এ ব্যাপারে তিনি স্হানীয় জনসাধারণের সহোগিতা কামনা করেন।