রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বি’রোধের জের ধরে সহদর দুই ধারালো অস্ত্রে দিয়ে কু*পিয়ে হ*ত্যা তাদেরই সহোদর ভাই। এই ঘটনায় হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম এসময় গুজরত আ’হত হয়। (১ নভেম্বর) শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানাযায়। নি*হতরা হলেন একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে হোরা মিয়া (৪০,) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।
নি*হতের পরিবার জানায়, হোরা মিয়া ও শাকিলের বাবা ২০ বছর পূর্বে তার চাচা আব্দুল আউয়ালের নিকট থেকে ১৭শ” টাকা ধার নিলে তা পরিশোধ না-করার কারনে তারই প্রেক্ষিতে আউয়াল মিয়ার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া গং আবু তাহের গং দের নিকট জমি দাবি করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটি সালিশ দরবার হলে বি’চারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।