ক্রাইম রিপোর্টার : ০১-১১-২০২৫ ইং তারিখ র্যাব -১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই স/ন্ত্রাসী, চাঁ/দাবাজ, জ/ঙ্গি দমন, অ/বৈধ অ/স্ত্র, মা/দক উদ্ধার, চাঞ্চল্যকর হ/ত্যা এবং বিভিন্ন আলোচিত অ/পরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
তারই আলোকে নরসিংদীর রায়পুরা উপজেলাধীন সায়দাবাদ এলাকায় সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই বিভিন্ন গ্রুপের মধ্যে সং/ঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নরসিংদীর চরাঞ্চলে সং/ঘর্ষে স/ন্ত্রাসীদের গু/লিতে একজন নি/হত হয়, ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নরসিংদীর রায়পুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নি/হত এবং একজন আহত হওয়া, ২০ জুলাই ২০২৫ তারিখে নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে সং/ঘর্ষে গু/লিবিদ্ধ হয়ে একজন নারী নি/হত হয় এবং ২২ এপ্রিল ২০২৫ তারিখে নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু/র্বৃত্তদের গু/লিতে একজন নি/হতের মতো ঘটনা ঘটে। এই ঘটনাগুলো মূলত দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে। উল্লেখ্য যে, নরসিংদী এলাকার বিভিন্ন দু/র্ধর্ষ স/ন্ত্রাসীরা বিভিন্ন ধরনের স/ন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে রায়পুরার চরাঞ্চলে আত্মগোপনে চলে যায়। যেহেতু রায়পুরার সায়দাবাদ এলাকাটি চর অঞ্চল বেষ্টিত সেহেতু স/ন্ত্রাসীরা সেখানে অ/স্ত্র গোলাবা/রুদ মজুদ করে সেখান থেকে বিভিন্ন স/ন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এই দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে গেলে প্রায় সময়ে স/ন্ত্রাসীরা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। মূলত রায়পুরা চরাঞ্চলটি স;ন্ত্রাসীদের একটি অভয়ারণ্য পরিণত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দ নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ০১ নভেম্বর ২০২৫ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকায় রাতভর সাঁ/ড়াশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ টি বিদেশী পি/স্তল, ০৫ টি একনলা ব/ন্দুক, ০১ টি দুইনলা ব/ন্দুক, ০২ টি এলজি, ০১ টি পা/ইপগান, ০৩ টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গু/লিসহ ০৮ জনের একটি স/ন্ত্রাসীদলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোঃ শফিক মিয়া (৩২) পিতাঃ- মোঃ ডালিম মিয়া ২। মোঃ মোস্তফা (৩৮) পিতাঃ- মৃত হাজী সামছুল মিয়া ৩। জাহিদ হাসান (১৭) পিতাঃ-মোঃ দুলাল মিয়া ৪। আয়নাল (৩৮) পিতাঃ- মৃত মহাজুদ্দিন ৫। মহিউদ্দিন হৃদয় (২২) পিতাঃ-মোঃ জাকের হোসেন ৬। মোঃ বাচ্চু মিয়া (৬২) পিতাঃ- মৃত আলী হোসেন ৭। কালু মিয়া (৬৯) পিতাঃ মৃত আঃ সামাদ টুকু মিয়া এবং ৮। মোঃ বাছেদ (৪০) পিতাঃ-মৃত খলিল রহমান সর্ব সাং- সায়দাবাদ, থানা- রায়পুরা জেলা- নরসিংদী। উল্লেখিত, আসামীদের মধ্যে মোঃ শফিক মিয়া (৩২) এর নামে ০১ টি হ/ত্যা মামলা, মোঃ মোস্তফা (৩৮) এর নামে ০১ টি হ/ত্যা মামলা, জাহিদ হাসান (১৭) এর নামে ০১টি হ/ত্যা মামলা, মোঃ বাছেদ (৪০) এর নামে ০১ টি হ/ত্যা মামলা, বাচ্চু মিয়া (৬২) এর নামে ০১টি হ/ত্যা এবং ০১ হ;ত্যা চেষ্টা মামলা, মহিউদ্দিন হৃদয় (২২) এর নামে ০১ টি হ/ত্যা চেষ্টা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর লক্ষ্যে এই বিপুল পরিমাণ অ/স্ত্র ও গো/লাবা/রুদ নিজেদের হেফাজতে মজুদ করে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র:Rab ১১ এর প্রেস বিজ্ঞপ্তি, kazi tv নরসিংদী।