বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি। মিছিলের নেতৃত্ব দেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক দিদার, আব্দুর রউফ, ফকির রনি প্রমুখ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে, যার লক্ষ্য ছিল যুব সমাজকে সংগঠিত করে দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা।