শিরোনাম :
আওয়ামীলীগের রাজনীতিতে নতুন চমক, ফিরে আসবে বীর দর্পে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসের বাস্তবতা বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আমার বাবা কর্নেল তাহের——স্মৃতিচারণে জয়া তাহের চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি বর্ষণের নেপথ্যে এক আন্ডার ওয়ার্ল্ড ডন ভোলার মানুষের ভালবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর চট্টগ্রামে গণসংযোগ কালে বিএনপি প্রার্থী গুলি বিদ্ধ। সহযোগীকে নির্মমভাবে হত্যা। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি। Israt jahans unspeakable achievements জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা বিএনপির মনোনয়ন নিয়ে সারাদেশে উত্থাল পরিস্থিতি। নির্বাচনে কে দেবেন নেতৃত্ব? আর কে হচ্ছেন প্রধানমন্ত্রী?
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

নরসিংদির পুলিশ সুপার শামীম আনোয়ার এর ওপর হামলাকারী ৭ চাঁদাবাজ গ্রেফতার

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মো: মাহবুবুর রহমান খান
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ নরসিংদী।

গত ৪ অক্টোবর (শনিবার) রাতে নরসিংদী শহরে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা নং-০৫, তারিখ ০৪/১০/২০২৫ খ্রিস্টাব্দে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধিত ২০১৯) এর ৪(১) ধারা এবং দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়।সকল অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন জেলা পুলিশ প্রশাসন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম এর
সাথে তার মুঠোফোনে কথা হলে তিনি জনতার দেশ
কে জানান,এই বর্বরোচিত ন্যাক্কার জনক ঘটনায় যারা
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের কাউকে ছাড়
দেয়া হবেনা।চাঁদাবাজ চক্র যে রাজনৈতিক দলেরই হোক
দায়মুক্তির কোন সুযোগ নেই। ইউনিফর্ম পরিহিত একজন উর্ধতন পুলিশ কর্মকর্তা যেখানে চাঁদাবাজদের নিকট
অসহায় সাধারণ মানুষের জিবনের নিরাপত্তা কোথায়?
এমন প্রশ্ন এখন জনতার মুখে মুখে। নরসিংদীর বর্তমান পরিস্থিতি নিয়ে দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভির (আইপিটিভি,আবেদিত)উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হলে,তিনি সৃষ্ট ঘটনায়
গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি বলেন,এখনি উপযুক্ত সময়, সকল অপরাধ সিন্ডিকেটের মূলোৎপাটন করা।
দায়ী ও দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনী প্রক্রিয়ার
মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এ ব্যাপারে পুলিশ
প্রশাসন কে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেয়া প্রযোজন
তিনি তা দেবেন বলে জানিয়েছেন। ইতোপূর্বে তিনি
পুলিশ প্রশাসন কে ঢেলে সাজাতে অনেক সাপোর্ট দিয়েছেন।সমাজ এবং রাষ্ট্র থেকে সকল অনিয়ম দুর্নীতি
রোধ কল্পে জনতার দেশ পরিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

চাঁদাবাজ দের ধরতে পুলিশি এ্যাকশনঃ

ঘটনার পর নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম রোববার (৫ অক্টোবর) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নরসিংদী মডেল থানা এলাকা থেকে ঘটনায় জড়িত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১️⃣ ফজলুল রশিদ ওরফে আদর (৪০), পিতা: মৃত মাহমুদুর রশিদ, গ্রাম: পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী সদর।
২️⃣ শফিকুল ইসলাম সুমন (৪৪), পিতা: শামসুল হক খন্দকার, গ্রাম: দত্তেরগাঁও ভিটি পাড়া, শিবপুর, নরসিংদী।
৩️⃣ কুদরত হাসান রবিন (২৩), পিতা: বিরাজ খা, মাতা: পেতনা বেগম, সাং: হাজীপুর, ওয়ার্ড-০৩, নরসিংদী।
৪️⃣ মোঃ রকিব খা (৩০), পিতা: বিরাজ খান, মাতা: পেতনা বেগম, সাং: হাজীপুর, ওয়ার্ড-০৩, নরসিংদী।
৫️⃣ মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা: হুমায়ুন কবির, মাতা: নুরজাহান বেগম, সাং: ব্রাহ্মন্দী, ওয়ার্ড-০২, নরসিংদী।
৬️⃣ মোঃ তানভীর মিয়া (২২), পিতা: শওকত মিয়া, মাতা: রাবিয়া বেগম, সাং: বোয়াকুর, নরসিংদী।
৭️⃣ শান্ত মিয়া (২৩), পিতা: শামসুল আলম, মাতা: শিমু আক্তার, মূল ঠিকানা: বালিয়া বাজার, ফুলপুর, ময়মনসিংহ; বর্তমান ঠিকানা: বানিয়াছল, নরসিংদী।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ নরসিংদী।

প্রতিবেদক

সম্পাদক- প্রকাশক

দৈনিক জনতার দেশ

ও জনতার দেশ টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category